আমাদের কথা




২০১০ সাল থেকে আমাদের পত্রিকার পথচলা শুরু। শুরুতে এই পত্রিকার নাম ছিল 'নান্দনিক', পরে নাম রাখা হয় 'নবপ্রতিভা উন্মেষণ' এবং সবশেষে এর নাম পরিবর্তন করে 'আলোপৃথিবী' রাখা হয়। জীবননান্দের একটি কবিতার বইয়ের নাম অনুসারে আমাদের এই পত্রিকার নাম। আলোপৃথিবী বিগত ৯ বছর ধরে প্রকাশিত হচ্ছে। আমাদের শেষ সংখ্যা প্রকাশ পেয়েছে জুলাই ২০১৯ সালে।

আমরা সকলেই এই সময় একটি অজানা রোগের পিছনে দৌড়ে বেড়াচ্ছি। জানি না এই অবস্থা থেকে কবে মুক্ত হবে পৃথিবী। আমাদের পত্রিকার প্রকাশও আপাতত অজানা। আমরা বিশ্বাস করি লিটল ম্যাগাজিন টিকে থাকা বাংলা সাহিত্যে দরকার। তাই আমাদের পত্রিকার ব্লগ ভার্সান আমরা প্রকাশ করলাম। 'আলোপৃথিবী' র দুটি ভার্সানেই প্রকাশ পাবে এবার থেকে। মুদ্রিত ও ব্লগ।

আমাদের এই ব্লগের প্রকাশের নির্দিষ্ট কোনো সময় নেই। আমাদের ব্লগ দৈনিক। যেহেতু আমাদের পত্রিকা একটি কবিতা ও কবিতা বিষয়ক গদ্যের কাগজ, সেহেতু এই ব্লগে সামান্য পরিবর্তন করা হল। 'আলোপৃথিবী ব্লগ' সাহিত্য ও সাহিত্য বিষয়ক পত্রিকা।

প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, আমাদের মুদ্রিত সংস্করণে কয়েকটি গুরুত্বপূর্ণ বিশেষ সংখ্যার পরিকল্পনা হয়েছে। সত্তরের কবি সঞ্জীব প্রামাণিককে নিয়ে একটি সংখ্যা, গ্রামজীবনের কথাকার আনসারউদ্দিনকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কাজ এবং অনালোকিত ও অনালোচিত কবিদের নিয়ে ক্রোড়পত্রের আয়োজন করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সংখ্যাগুলি প্রকাশ পাবে।

আমাদের পত্রিকার নামকরণ করেছিলেন নব্বইয়ের কবি তপন দাস, পত্রিকার লোগো প্রথম এঁকে দিয়েছিলেন কবি, শিল্পী ও সম্পাদক মারুত কাশ্যপ, পত্রিকার দশ বছর পূর্তিতে নতুন লোগো এঁকেছেন কবি, সম্পাদক সুপ্রসন্ন কুণ্ড।

আমাদের পত্রিকা ২০১৭ সাল থেকে প্রকাশনায় এসেছে। প্রকাশনাটি সম্পূর্ণরূপে শুরু হয়েছে ২০১৮ সালের জুলাই মাসে। আমাদের প্রকাশনার প্রথম দুটি বই - তরুণ কবি রূপম গুপ্তের 'বিষাদ শূন্য মেঘ' এবং আটের কবি নিত্যানন্দ ঘোষের 'একটি পাখির কথা'। পরে আমাদের প্রথম বৃহৎ কাজ 'এক ফর্মা সিরিজ'। আলোপৃথিবী প্রকাশনার এযাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮০ টি।

2 comments:

সম্পাদক : শুভদীপ সেনশর্মা
সহ-সম্পাদক : মৌমিতা পাল