কবিতা : সুদেব বকসী



করুণা আবহ


১.

দূরে থাকি
বিচ্ছিন্নতা-আকাঙ্খায়
ভালবেসে
তোমাকে ছোঁবো না

বহুযুগ থেকে বহু স্পর্শক
তোমার মোহের ঘোরে --
ভাঙি আজ
হই অন্তরীণ।

তুমিও চলেছ আকাঙ্খায় পথ ফেলে
কোয়রান্টিনে --
সব ভালো
না বেসে পারো না


২.

বিকেলের রৌদ্রে ঝিলঝিলে মাস্ক পরে বসে থাকা অসচেতন
ধীরে অন্দরে
সতর্কতায় ধুয়ে ধুয়ে খুইয়ে ফেলেছে হাত
সন্ধে নামছে --
আমি উদ্যম হারিয়ে ফেলেছি
বাইরে উঁকি দিয়ে দেখি 
অসহায়তার ছোঁয়াচ বাঁচিয়ে কেউ বসে আছে কিনা
নিশ্ছিদ্র অন্ধকারে
অজানায় ড্রপলেট ছড়িয়ে পড়ছে কিনা




৩.

ঘেঁষে ঘেঁষে যাই,
কিন্তু ভাবছি মনে মনে জিরো কনট্যাক্ট
কোথায় লুকিয়ে দেখছ, দ্যাখো, সুহৃদম্।
ধীরে ধীরে প্রকাশ্য গোপন
কী মিশছে এখন অন্দরে --
প্রতিষেধকের নামে ওঁৎ পাতা হৃদয়জীবাণু?

আরো কিছুদিন বেঁচে থাকব --
তোলপাড় করব  মরে থাকা, তোমার আমার




৪.

একটা কিছু ব্যবস্থা করেছি
অভিজ্ঞতার হাতে পায়ে ধরে
বাসা যেন না বাঁধে শরীরে
না খায় যেন হাড়মাংসশ্বাস
বিনিময়ে দেবো যারা পায়নি খেতে
সেই বুভুক্ষু অনুভূতিগুলি
আর কিছু করতে পারি না
এই মহামারী -- দীর্ঘদিন তাকে
স্মৃতি দিয়ে জব্দ করতে চাই।

Share this:

ABOUT THE AUTHOR

Hello We are OddThemes, Our name came from the fact that we are UNIQUE. We specialize in designing premium looking fully customizable highly responsive blogger templates. We at OddThemes do carry a philosophy that: Nothing Is Impossible

4 comments:

  1. বেশ ভালো লাগলো

    ReplyDelete
  2. মহামারীর সাম্প্রতিকতা ছাড়িয়ে কবিতাগুচ্ছ শেষপর্যন্ত গভীর দর্শনে পৌঁছেছে। সুদেব বকসী আমার প্রিয় কবি। অসামান্য কবিতা। আমি চাই আবার তাঁর লেখা এই ব্লগে আসুক।দাবি রইল।

    ReplyDelete
  3. ভীষণ ছুঁয়ে গেল!
    ভাব ,ভাবনা, শব্দ চয়ন, ইমেজারির
    যৌগপদ্যে অনবদ্য।
    শুভেচ্ছা কবিকে।

    ReplyDelete

সম্পাদক : শুভদীপ সেনশর্মা
সহ-সম্পাদক : মৌমিতা পাল