সূর্যাস্তে গৃহযুদ্ধের ধুলো
এক
কালো বেড়ালই ফিরবে যার লোহার পাঁজরে এক দেশ
গুড়ি দিয়ে ছায়াও ফিরছে। মুখে ছায়ার শেকল
পাথরের ঠোঁটে ফাটা অপেক্ষা আগ্নেয়পাথরের গান
বন্দুকের নল কেটে ভেঁপুর দেবদূত। ছেলেরা উড়ছে
কাঁটাবেঁধা চোখ হাতে মেয়ারা রাস্তার আগমনি
বরফকুচির বাবা-মা জানলার হিমাঙ্কে সরু রাত
মার্বেলগুলির দেশ। খেলাচ্ছল। তলিয়ে গিয়েছিল খাদে
দুই
বেড়ালের ভৌম থেকে রাত সর্ষেফুলের দেশ
মৃত চোখের পাতালে বালি। কাঁটাঝোপ। সাদা সাদা
ভাতের পুকার
সফর ভুতুরে ডাক। ঝিঁঝির সুহানা
ভাঙা দেশ। পথের পাথর। নদীর ফুরনো ঝুমঝুমি
সাঁজোয়ার মরচে শিস বস্তুত প্রাণের আলেয়া
তিন
কাচের আলোয় ঠোঁট চেপে বেড়াল কুয়াশার পট
চামড়ার থলে থেকে হাড়ই বাজাচ্ছে কালো আকাশের ড্রাম
ইস্পাতের লম্বা বিকেল। সূর্যাস্তের পেরেকে টানা ছায়ার জখম
শবের শীৎকার টানা রূপের মেয়েলি
জানলা ফুঁড়ে বিছানা পাতছে
বেড়াল ডাইরি খোলে। ধাতুচুর। লোহার বয়ান
চার
হাঁসের ডিমের রাত। আর সেদ্ধ কুসুম
বেড়াল ভাবছে। গোধূলির থেকে ও বেশি অভিনব কোণ
খেরোর খাতায় শিস। স্যাঁতসেঁতে। পিঁপড়ে ঘুরছে
মাছপোকা ঝিঁঝি সাপের খোলস
নেভা পিলসুজ। নীচে খামের ফসিল। বাবা-গন্ধের ভোর
থাবার অলস শুধু পুরনো সেলাই। মা-নেভা গন্ধের ছকে বুজে
সেদ্ধ কুসুমের দেশ। সহ্যের ঝিনুকে ছন-ছন
গানের পাথরে ছায়া। বরফকালের
বেড়াল আনছে টেনে সিঁড়ির মিথ্যে এক কোণে
পাঁচ
আমার পায়ের ঘুম আঠা তুলে ছাড়িয়ে নিচ্ছে
বেড়াল। আত্মমৈথুন!
এই প্রথম আলোর সাথে ছুরি টেনে আত্মবিনিময়
গলে যাওয়া পায়ের
মেয়েরা চামড়া তুলে পাঁজরের পাখি দেখেছিল
খুব সন্দেহবশত
সেসব লৌহযুগ। লন্ঠনের নীচে আজ সোঁদাসোঁদা
পৃষ্ঠা উড়ছে
বেড়ালের নখের আয়নায় সেই চিত্রনাট্য শেওলাসংশ্লেষ
তামাকপাতার চাঁদ। ভেঁপু হাতে দৌড়েছিলাম
ক্ষেতের কংকালে ছায়া ফেলে
ছয়
পাতাল অব্দি দেখছে বেড়ালের ভূ-বেদনার থাবা
কাচের অক্ষরে ক্ষীণ এসরাজ বাজছে হাতের শিরায়
ভাবনানিঝ্ঝুম এত ছায়ার বিলিয়ার্ড পিছলে যাচ্ছে
স্রোত থেকে স্রোতে
বেড়ালের নলির রক্তে এই জিভের চুম্বক গেরস্থালির বন
আমারও খুনের শিসে বেড়ালের পাতালজিহ্বার ঘুম
নিরাকার। যৌনসরল
ABOUT THE AUTHOR
Hello We are OddThemes, Our name came from the fact that we are UNIQUE. We specialize in designing premium looking fully customizable highly responsive blogger templates. We at OddThemes do carry a philosophy that: Nothing Is Impossible
ভাল লাগলো
ReplyDeleteবেশ নতুন ধরনের এক অনুভূতি হ'ল।
ReplyDeleteভয়-ও হচ্ছিল একটু একটু।
ভালবাসা।
অভিনন্দ।
This comment has been removed by the author.
ReplyDeleteসুন্দর!
ReplyDeleteসুন্দর!
ReplyDeleteবাহ্, খুব ভালো
ReplyDeleteঅসাধারণ সব কবিতা। মুগ্ধ হলাম।
ReplyDeleteবাহ্, মুগ্ধ হলাম
ReplyDelete